সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আনসার-ভিডিপির অগ্রণী ভূমিকা পালন

9

সিলেট-৩ আসন উপ-নির্বাচন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার ১৪৯টি ভোট কেন্দ্রে ১৭৮৮ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যারা ভোট গ্রহণে সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষা করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সিলেট রেঞ্জের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদীর নির্দেশক্রমে সিলেট আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন উপ-নির্বাচনে ১৪৯টি কেন্দ্রের জন্য আনসার ভিডিপি সদস্যদের শারিরীক যোগ্যতা ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত সদস্যদের প্রতি ভোট কেন্দ্রে অস্ত্র সহ ১ জন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার, ৬ জন লাটি সহ পুরুষ ও ৪ জন মহিলা মোট ১২ জন করে আনসার ভিডিপি সদস্যদের ৫ দিনের জন্য অঙ্গিভূত করেন। সিলেট-৩ আসন উপ নির্বাচনে আনসার ভিডিপির সদস্যরা ভোট গ্রহণকালে কোথায়ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে সহায়তা করেন। ভোটগ্রহণ কালে আনসার গ্রাম প্রতিরক্ষা জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক ও উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তাগণ ভোট কেন্দ্রগুলোতে আনসার ভিডিপির দায়িত্ব পালন দেখার জন্য পরিদর্শন করেন এবং তদারকিও করেন। বিজ্ঞপ্তি