শরৎকাল

4

রিপলু চৌধুরী :

শরতের ছোঁয় লাগলো ভুবন জুড়ে
আকাশ সেজেছে শরৎ সাজে,
শিউলি ঝড়ে বাড়ির উঠান জুড়ে
শিউলি ফুলের সুবাসে সকাল সাজে।

নদীর জলে নৌকা ভাসে
কাশফুল ফুটেছে নদীর পাড়ে,
নদীর জলে শাপলা ভাসে
মাঝি গান গায় মধুর সুরে।

কেশবতী কন্যা সাজে
শিউলি ফুল কোপায় বেঁধে
নীল শাড়ি পরে শরতের সাজে
দুই পায়ে নুপুর বাঁধে।

রিমিঝিম করে আসে নদীর ধারে
কলসি খানা কাখে নিয়ে,
মেঘের ছায়া জলে ভাসে
রূপ দেখে কন্যা মুচকি হাসে