করোনা ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধে হযরত শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দোয়া

10

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বিশ্বের সকল মুসলমানদের রক্ষা ও সম্প্রতি ভারতে মুসলিম হত্যা-নির্যাতন, মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। করোনা ভাইরাস থেকে যাতে বিশ্ব রক্ষা পায় এ জন্য বিশেষ দোয়া করা হয় পাশাপাশি ভারতে নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাজার ফেডারেশনের মহাসচিব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, পংকি মিয়া জালালী, এইচএ তাফাদার রুহেল, বখতিয়ার আহমদ ইমরান।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে শেখ মো. মকন মিয়া আজ শুক্রবার দেশের সকল মাজার-মসজিদে করোনা ও নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি