ইচ্ছে ভুবন

12

মেশকাতুন নাহার :

ইচ্ছে বাসায়
কিছু আশায়
নিত্য আঁকি কতো ছবি!
মনের দোরে
প্রতি ভোরে
কড়া নাড়ে ঐ যে রবি।

ভাবছি বসে
মনের হর্ষে
যদি হতাম প্রজাপতি!
বুনো ফুলে
পাখা খুলে
মেলে দিতেম অনুভূতি।

অচিন দেশে
হাওয়ায় ভেসে
মেঘের সাথে করি সন্ধি!
পর্বত চূড়ায়
তৃষ্ণা জুড়ায়
যখন প্রণয় হয় যে বন্দী।

ভাবনা রাজ্যে
কারুকার্যে
গাঁথি বিনে সুতোয় মালা,
এলোমেলো
স্বপ্নগুলো
জীবন যাত্রার ডালপালা।

আকাশ নীলে
চোখের ঝিলে
খুঁজে কতো কিছু চেতন,
আশয় তীরে
উমেদ ঘিরে
রশ্মি ভরা আমার ভুবন।