করোনায় স্বাস্থ্যবিধি না মানায় ॥ সিলেট ও মৌলভীবাজারে ২১ ব্যক্তিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

4

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি না মানায় সিলেট ও মৌলভীবাজারে ২১ ব্যক্তিকে ১২ হাজার ৫শ’ ২০ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। গত শনিবার দু’জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা আদায় করা হয়।
সিলেট: গতকাল শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফূর রহমান এবং জনাব তানিয়া আক্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে সিলেট জেলার কোতোয়ালী থানা এলাকায় সংক্রামক রোগ জনিত কারন আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সন্দীপ শীলকে ৫০০ টাকা, মোঃ নাসিরকে ১০০ টাকা, মোঃ ওসমান গণীকে ৩ হাজার টাকা, মোঃ জিয়ারুল ইসলামকে ৫০০ টাকা ও শ্রী চরণকে ২০০ টাকাসহ সর্বমো ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে একই দিনে বিকেল সাড়ে ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সোমেন মজুমদার এবং রেহেনা আক্তার,সহকারী কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে সিলেট জেলার কোতোয়ালী থানা এলাকায় সংক্রামক রোগ জনিত কারন আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জিনাত আলীকে ২০০ টাকা, মো: শাহীনকে ১ হাজার টাকা, মো: মাসুদকে ২০০ টাকা, জাহাঙ্গীর আলমকে ১০০ টাকা, তাহের মিয়াকে ২০০ টাকা, রাশেদকে ১০০ টাকা, সাইফকে ২ হাজার টাকা, ও মোতালেবকে ২০ টাকাসহ সর্বমোট ৩ হাজার ৮শ’ ২০ টাকা জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজার: গতকাল শনিবার (১০ জুলাই) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ কোম্পানী (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা, অর্ণব মালাকার, সহকারি কমিশনার ও মোঃ রুহুল আমিন, সহকারি কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,উভয় জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর আদালত ও ফোর্সসহ মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন; ২০১৮ এর ৬৬ ধারা ও দন্ড বিধিআইন; ১৮৬০ এর ২৬৯ ধারা অমান্য করায় রূপক ধরকে ৩০০ টাকা, মোঃ রাসেল মিয়াকে ২০০ টাকা, উত্তম দেবনাথকে ১ হাজার টাকা, মহিবুল হককে ১ হাজার টাকা, মোঃ তাজুল মিয়াকে ২০০ টাকা, (২৬), সানুর আহমেদ ২০০ টাকা, জাবেদকে ৫০০ টাকা ও পাভেলকে ১ হাজার টাকাসহ ৪ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক পৃথক অভিযানে জরিমানাকৃত আদায় টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানিয়েছেন।