পথের শিশুর পাশে

5

জাহাঙ্গীর আলম :

এতিম বলে পথের পাশে
পথো শিশু খাবার আশে
জেগে ওঠে ভোরে,
সদাই সুখের আশায় থাকে
পায় না কভু বাবা মাকে
টোকাই হয়ে ঘুরে।
পিতা-মাতা নেইকো যাদের
ধনী নেয় না খবর তাদের
হন্য হয়ে ছুটে,
ক্ষুধার জ্বালায় পড়তে যায় না
সময় মতন খাবার পায় না
ভাগ্যে থাকলে জুটে।
পথের শিশুর পাশে থাকলে
সোহাগ দিয়ে ওদের ডাকলে
সুখ সাগরে ভাসে,
অনাথ পেলে শিক্ষার আলো
ভবের মাঝে থাকবে ভালো
অল্প পেলেই হাসে।