করোনা থেকে মুক্তি পেতে জুম্মার নামাজে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত

6

স্টাফ রিপোর্টার :
একদিকে গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি। দুইয়ের মিশেলে সিলেটের মানুষের জনজীবন যেন হয়ে উঠেছিল অতিষ্ট। কঠোর লকডাউনে নেই স্বাভাবিক চলাফেরার সুযোগ, তবুও সিলেটে থেমে নেই করোনায় মৃত্যু মিছিল।
গতকাল শুক্রবার করোনা ভাইরাস থেকে ফানাহ পেতে বাদ জুময়া প্রতিটি মসজিদে ছিলো কান্নার রব। জুম্মার নামায শেষে দীর্ঘ দোয়ায় প্রতিটি মসজিদে মহান রবের কাছে করোনা থেকে মুক্তি পেতে সিলেটকে রক্ষা করতে কান্নায় ভেঙ্গে পরেন মুসল্লিরা। এ সময় বারবার মহামারি থেকে রক্ষা পাওয়ার দোয়া পড়া হয়।
জুম্মার নামায শেষ হতেই সিলেটে নেমে আসে অঝোর ধারায় বৃষ্টি। এর আগে আবহাওয়া অবস্থা ছিল অনেকটাই রুক্ষ। সকাল থেকেই ছিল প্রচন্ড গরম। ছাতা নিয়ে মসজিদে না আসায় হঠাৎ আসা বৃষ্টিতে আটকা পরেন মুসল্লিরা। দীর্ঘ সময় ধরে বৃষ্টির জন্য মসজিদগুলোতে বসে অপেক্ষা করেন তারা। দেশে চলমান কঠোর লকডাউন চলবে আগামী ৫ আগষ্ট তারিখ পর্যন্ত। তবে কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় কমিটি করোনা ভয়াবহতা রোধে চলমান লকডাউন আরো বাড়ানোর সুপারিশ করেছে।