নাবার নেশা

27

রেজাউল রেজা

বই খাতা আর কলম হাতে
রোজ সকালে বাবার সাথে
পড়তে বসে নাবা,
অ আ এ ঐ পড়তে পারে
এ বি সি ডি’র কাছে হারে
শিখিয়ে দেয় বাবা।

এক দুই তিন চার সবই চিনে
শিখছে আরো দিনে দিনে
শিখছে ওয়ান টু,
শেখার নেশায় ধরছে তারে
পড়তে বসে বারে বারে
বইয়ে মারে ঢুঁ।

ছ্যাড়াব্যাড়া হাতের লেখা
লেখাটা তার হয়নি শেখা
মন দিয়েছে লেখায়,
লিখতে কেন সে পারেনা?
কলম খাতা তাই ছাড়েনা
কেউ নাই যেন ঠেঁকায়।।