সিলেটের সম্প্রীতির রাজনীতির অন্যতম রূপকার এম এ হক – ডা. শফিক

15

অসহিষ্ণু রাজনীতির শত বাধা অতিক্রম করে তিনি সিলেটের রাজনীতির আকাশে সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন। ভিন্নমতকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তাও শিখিয়েছেন। আজ তিনি নেই। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। তবে তিনি চলে গেলেও সিলেটের সম্প্রীতির রাজনীতির অন্যতম রূপকার হয়েই বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের ইন্তেকালে এক শোকবাণীতে এই কথাগুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াত আমীর এম এ হকের সাথে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সিলেটের দাবী-দাওয়া, অধিকার আদায়সহ গণতান্ত্রিক সব আন্দোলনে এম এ হককে খুঁজে পেয়েছি একজন সাহসী, পরমতসহিষ্ণু রাজনীতিবিদ হিসেবে। তিনি অন্যায়ের বিরুদ্ধে যেমন ছিলেন কঠোর, তেমনি ন্যায়ের পক্ষে ছিলেন কোমল। এই সময়ে তাঁর চলে যাওয়ায় নি:সন্দেহে শুণ্যতা নেমে আসবে সিলেটের রাজনৈতিক অঙ্গনে। আল্লাহ যেন এই শূন্যতা পূরণ করে দেন। ডা: শফিক তাঁর জান্নাতুল ফেরদাউস কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরবিারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি