বিদায় মানে…

18

মোস্তফা বিন সফীর :

বিদায় মানে
অশ্রুভেজা ছলো ছলো চোখ
কষ্টগুলো জমা হয়ে
পাথরচাপা বুক।
বিদায় মানে
চিরচেনা বিষাদমাখা সুর
বন্ধু ছাড়া একা একা
নতুন দিনের ভোর।
বিদায় মানে
চোখের তারায় ভাসছে যে অতীত
স্মৃতিগুলো জমা হয়ে
গাইছে শোকের গীত।
বিদায় মানে
ব্যাথায় কাতর গুমোট পরিবেশ
সবার সাথে ঠাট্টা-হাসি
আজই বুঝি শেষ!
নেই কাহারো মুখে কথা
নেই কোন আওয়াজ
মাথায় যেন পড়ছে সবার
বিদায় নামক বাজ।