বাবা

12

জয়শ্রী মোহন তালুকদার :

বাবা মানেই প্রথম কথা
আমার খেলার সাথি,
বাবা মানেই স্বপ্ন পুরণ
সত্য বলতে শিখি।

বাবা মানেই হাতেখড়ি
প্রথম লেখা পড়া,
বাবা মানেই সূর্য আমার
হাতের কাছে পাওয়া।

বাবা মানেই শত অভিযোগ
প্রাণ খুলে বলা,
বাবা মানেই ভয় নেই আর
গর্বে পথ চলা।

বাবা মানেই মুখে হাসি
স্বপ্নজয়ের আশা,
বাবা মানেই বটবৃক্ষ
অনেক ভালোবাসা।

কে বলে যে আমার বাবা
নেই পৃথিবীতে,
স্বপ্নে আমি দেখি তাকে
ঘুমের ঘরে রাতে।

আমার বাবা হারিয়ে গেল
আমায় একা ফেলে,
সারাজীবন থাকব আমি
বাবার স্মৃতি নিয়ে।।