কোর্ট পয়েন্টের ফুটওভার ব্রীজ স্থানান্তর হবে দক্ষিণ সুরমায়!

39

স্টাফ রিপোর্টার :
নগরীর কোর্ট পয়েন্টের ফুটওভার ব্রীজটি দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর করার পরিকল্পনা চলছে। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সিলেট সিটি কর্পোরেশনের অধীন ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের প্রথম ফুটওভার ব্রীজটি কোর্ট পয়েন্টে। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর এই ব্রীজের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এ ব্যাপারে ভিন্ন কথা বলছেন সুশীল সমাজ। তারা দাবি করছেন পরিকল্পনাহীনভাবে তৈরী করা হয়েছে এই ফুটওভার ব্রীজটি। যার কারণে ব্রীজটি তৈরীর কারনে নগরবাসী এটার তেমন কোন সুফল ভোগ করতে পারেননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ বলেন, এটা অপরিকল্পিত একটা ফুটওভার ব্রীজ। এতো বড় একটা স্ট্রাকচার এখান থেকে সরিয়ে নিয়ে আবার অন্য জায়গায় স্থানান্তর করলে মনে হয় না তেমন একটা কাজ হবে। তবে এটা সরানোর পক্ষে নই আমরা।