ধলাই ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করায় ৩টি নৌকা ও ২ জন গ্রেফতার

8
কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে আটক নৌকা।

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করায় ৩টি নৌকা ও ২ সহোদরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মদরিছ আলীর পুত্র তোফায়েল ও তুহিন। ২৩ জুন রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের অভিযানে নিষিদ্ধ এালাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে নিয়োজিত নৌকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে গ্রেফতার ২জন ও নৌকা ৩টির মালিকের নাম উল্লেখ করে এবং আরো ১৭/১৮ জনকে অজ্ঞাত করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে আটককৃতদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান জানান, ধলাই ব্রিজের নিচে ১০-১৫ গজের মধ্য থেকে বালু উত্তোলন কালে ৩টি নৌকা ও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধলাই ব্রিজ রক্ষায় ও লীজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।