নবীগঞ্জে হারিয়ে যাওয়া পুত্রকে ফিরে পেলেন পিতামাতা

7
নবীগঞ্জে হারিয়ে যাওয়া পুত্রকে ফিরে পেলেন পিতামাতা।

তোফাজ্জল হোসেন নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জে রহস্যজনক ভাবে হারিয়ে যাওয়া পুত্রকে ফিরে পেলেন পিতা। গত মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানা থেকে পুত্র রনজু শব্দকরকে বুঝে নিলেন। অবশেষে রহস্যজনক ঘটনটির অবসান হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপির কমলাপুর গ্রামের সনৎ শব্দকরের ছেলে রনজুশব্দকর দীর্ঘদিন যাবত পৌর এলাকার রাজাবাদ গ্রামের কুরুশ মিয়ার ছেলে মামুন মিয়ার বাড়ীতে হাঁসের খামারে কাজ করতো। প্রায় ১ মাস পূর্বে উক্ত রনজুশব্দকর (২২) কে খামার মালিক ৪০ হাজার টাকা দিয়ে নবীগঞ্জ বাজারে একটি দোকানে দেয়ার জন্য পাঠায়। সে ওই দোকানে না গিয়ে টাকা নিয়ে চম্পট দেয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মামুন মিয়া তার বাবার বাড়ীতে গিয়ে সনৎ শব্দকরকে বিষয়টি জানায়। এ সময় তার পিতা ছেলের দায় নিতে অস্বীকার করেন। ফলে মামুন মিয়া নিরুপায় হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এর দুদিন পর রনজু শব্দকরের বাবা সনৎশব্দকর ঘটনার বর্ণনা দিয়ে নবীগঞ্জ থানায় একটি হারানে জিডি করেন। দুটি অভিযোগই তদন্ত করেন এ এস আই সৌরভ দাস। ইতিমধ্যে লোকমুখে জানা যায়, নিখোঁজ রনজুশব্দকর গোপনে তার বোন জামাই, বাবা সনৎশব্দকরসহ আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে চলেছে। তবে উক্ত তথ্য গোপন রেখে সনৎশব্দকর তার ছেলে বের করে দেয়ার জন্য মামুনকে চাপ দেয়। সোমবার রাতে রনজুশব্দকর তার বাবার সাথে ফোনে যোগাযোগ করে নবীগঞ্জে আসে। এ খবর পেয়ে স্থানীয় মুরব্বীয়ান নিয়ে মঙ্গলবার সকালে রনজুশব্দকরকে থানায় হাজির করলে পুলিশ জিডি মূলে তার পিতা সনৎশব্দকরের নিকট ছেলেকে সমজিয়ে দেয়া হয়। নিখোঁজ রনজুশব্দকর ফিরে আসায় হাঁস খামার মালিক মামুন ও তার পরিবার মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরে আসে।