সরকারী স্কুলে নিয়োগ ॥ শিক্ষকদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা শুরু ৪ জুলাই

10

কাজিরবাজার ডেস্ক :
সরকারী স্কুলের সহকারী শিক্ষকদের চাকরিতে নিয়োগের আগে এবার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নেয়া মৌখিক পরীক্ষা শেষে সুপারিশপ্রাপ্ত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ১২১ সহকারী শিক্ষক/শিক্ষিকার ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ৪ জুলাই। স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া দুই হাজার ১২১ সহকারী শিক্ষক/শিক্ষিকা (দশম গ্রেড) পদে প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হবে। এক্সরে, প্র¯্রাব ও চক্ষু পরীক্ষা করে রিপোর্ট স্বাস্থ্য অধিদফতরে পাঠাতে হবে।
এসব পরীক্ষার সঙ্গে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন স্বাস্থ্য অধিদফতরে পাঠাতে হবে। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, সারাদেশে ৩১১টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট দূর করতে ২০১৮ সালের সেপ্টেম্বরে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত বছরের ২৯ ডিসেম্বর ২ হাজার ১৫৫ জন প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিশ করে পিএসসি। এরপর নানান জটিলতায় তাদের নিয়োগ দেয়া সম্ভব হয়নি। অবশেষে তাদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক মোঃ বেলাল হোসাইন বলেন, পিএসসির তালিকাভুক্তদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে দ্রুত তাদের নিয়োগ দেয়া শুরু হবে।
করোনার প্রাদুর্ভাব পরবর্তীতে লকডাউন ও সরকারী বিধিনিষেধের কারণে তাদের তথ্য যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার কাজটি শেষ করতে দেরি হয়েছে। তবে কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তাদের নিয়োগ নিয়ে তেমন জটিলতা নেই।