টিলা কাটার দায়ে মালনীছড়া চা বাগানকে ৯ লক্ষাধিক টাকা জরিমানা

30

স্টাফ রিপোর্টার :
পরিবেশ অধিদপ্তর বা সরকারি সংস্থার অনুমোদন ব্যতীত অবৈধভাবে টিলা কাটা এবং পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ দূষণের দায়ে শহরতলীর মালনীছড়া চা বাগানকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ অনুমতি ছাড়াই মালনীছড়া চা বাগানের টিলা কাটার খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে ছবি তুলতে চাইলে বাধা দেয় বাগান কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন গণমাধ্যমে টিলা কাটার সংবাদটি প্রচার হওয়ার পর নজরে আসে পরিবেশ অধিদপ্তরের। এরই প্রেক্ষিতে রাগীব আলীর মালিকানাধীন এ বাগানকে জরিমানা করা হয়।