বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সিলেট মহানগর কমিটি ঘোষণা

31

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার ৬০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এড. সুমন কুমার রায় ও বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদস্য সচিব সনাতনী বীর প্রবাল দেবনাথ অপু। মহানগর হিন্দু ছাত্র পরিষদের সভাপতি পদে বিমল অধিকারী, নির্বাহী সভাপতি নিবীর উপল নাথ রাইন, সিনিয়র সভাপতি প্রকাশ প্রদীপ, সহ-সভাপতি রতন মল্লিক সিন্টু, নয়ন দাশ, দিপ্ত চন্দ্র নাথ, রাধে সিংহ, ধিমান সিংহ, সুমিত দেব, অংকুর সরকার, পলাশ দে, সুপন দত্ত। সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত ঘোষণা করা হয় অপন চন্দ্র, সিনিয়র সাধারণ সম্পাদক হিমেল কান্তি দেব, টিটু দাশ, সহ-সাধারণ সম্পাদক বিলাশ দেব, আশীষ গোস্বামী, জনি দাশ, প্রসেনজিত ভৌমিক, পল্লব দেবনাথ, প্রীতম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজেশ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় রায় সৌরভ, হৃদয় রায় রাজন, সজিব অলমিক, তনময় দত্ত, রনি দেব, রাহুল রায়, প্রচার সম্পাদক রূপম দাশ, সহ-প্রচার সম্পাদক কৌশিক দাশ, অনিক চন্দ্র, দিপন চন্দ, শান্ত দাশ, জয় পুরকায়স্থ, মুন্না পাল, রাজিব গোষাম্মি, দপ্তর সম্পাদক দিপ্ত দাস, সহ-দপ্তর সম্পাদক মহান দেব, বাবলু দাস, দিপঙ্কর দাস, তাপস দাস, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক দিপক বৈদ্য, সহ-আন্তরর্জাতিক বিষয়ক সম্পাদক দিবাকর দেবনাথ, সৌরভ দেব, অর্পন দেবনাথ, মহন পাল মুন্না, রাজন দাস, রাজিব দেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপু চন্দ্র, সহ-সাংস্কৃতিক সম্পাদক জয় দাস নিউটন, অর্ঘ্য দেব, জয় দাস, অরূপ রায় অপু, মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক অভি দাস, সহ-মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক চম্পক মজুমদার। কমিটিতে সদস্য পদে তারা মনি, সুমন, আকাশ, জিৎ, দেবা দাস মনোনিত হন।
কমিটি ঘোষণা পরবর্তী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির নেতৃত্বে সিলেট মহানগর সনাতনী জাগরণ ঘটবে। একই সাথে নির্যাতিত নিপীড়িত জনগণের কল্যানে সর্বদা নবগঠিত এই কমিটির সকলের পাশে থাকবে। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গৈরিক শুভে”ছা ও অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি