হাবিবের মনোনয়ন কেনো অবৈধ ঘোষণা করা হবে না মর্মে হাইকোর্টের রুল

38

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন কেনো অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার উচ্চ আদালতের বিচারক মো. আশফাকুল ইসলাম ও মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার উজ্জল ভৌমিক।
তিনি জানান, সংসদীয় আসন ২৩১ সিলেট-৩ এর উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব একজন দ্বৈত নাগরিক। সে হিসেবে তিনি সংসদীয় আসনে এমপি পদে নির্বাচন করতে পারেন না। বিষয়টি নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পক্ষে আমি উচ্চআদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত হাবিবের মনোনয়ন কেনো অবৈধ হবে না মর্মে রুল জারি করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি