আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের দাবিতে ভূমিহীনদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী

6

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন ও সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৬নং টুকেরবাজার ইউনিয়নের সুরমা নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারা সর্বসান্ত ভূমিহীন পরিবারগণ ছেলে-মেয়ে, নারী-পুরুষ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেন।
ভূমিহীন পরিবারের সদস্যগণ সকাল সাড়ে ১০টায় জমায়েত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে পরবর্তীতে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির আহবায়ক ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সর্বসান্ত পরিবারের আহবায়ক মোঃ ছত্তার মিয়া সভাপতিত্বে ও রমজান আলী পটুর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন পরিবারের অধিকার রক্ষার সংগ্রাম কমিটির আহবায়ক হুসাইন আহমদ লিটন, ভূমিহীন নেতা আক্তার হোসেন, খালেদ মিয়া, দুদু মিয়া, আলী আহমদ ও রেহানা বেগম প্রমুখ।
উক্ত অবস্থান কর্মসূচিতে ভূমিহীন পরিবারের দাবীর প্রেক্ষিতে সংহতি জানিয়ে ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে দ্রুত ভূমিকা পালনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক আনছার আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার অন্যতম নেতা প্রণব জ্যোতিপাল প্রমুখ।
অবস্থান কর্মসূচী চলা অবস্থায় পুনরায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি