অগ্নি ঝরা মার্চ

131

জেড.এম. শামসুল :
আজ অগ্নি ঝরা ৮ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ৭ মার্চের রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের মধ্যে ঘোষিত স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান নিয়ে দেশের
প্রত্যন্তাঞ্চলের স্বাধীনতা পিপাসু মানুষ মুুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর ভাষণে দেয়া অসহযোগ আন্দোলনের নির্দেশ এবং গেরিলা যুদ্ধের জন্য প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কৌশল নিয়ে লাখ লাখ মানুষ নিজ নিজ এলাকায় ফিরতে লাগলো। মুক্তিকামী বাংলার মানুষ বঙ্গবন্ধুর ভাষণ থেকে পাকিস্তানী বাহিনীর শাসন আর শোষণের বঞ্চনার ইতিহাস শুনে। বাঙালি জাতি গর্জে উঠলো মহান স্বাধীনতা সংগ্রামে। ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর বাংলার প্রতিটি গ্রামেগঞ্জে সাধারণ মানুষ জেগে উঠলো। গ্রামে গঞ্জে বজ্রকণ্ঠে শ্লোগান উঠলো বীর বাঙালি অস্ত্র ধর-বাংলাদেশ স্বাধীন কর। সোনার বাংলা মুক্ত কর। এই দিনে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার আহ্বান সমন্বিত একটি লিফলেট ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে দেয়া হয়। আজ থেকে ঢাকাসহ পাড়া মহল্লায় রাইফেল দিয়ে বাংলার মানুষ ট্রেনিং শুরু করে। এদিন থেকে বাংলার স্বাধীনতা পিপাসী ছাত্র, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে থাকে। সারা বাংলায় আন্দোলনের মানুষ গর্জে উঠতে দেখে কিছু কিছু বিদেশী দেশ ছেড়ে চলে যেতে শুরু করলেন। পাকিস্তান সরকার বিমান এনে এদের যাওয়ায় পথ প্রশস্ত করে দেয়। সারা দেশে দলমত নির্বিশেষে লোকজন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।