বড়লেখায় ২৪ ঘন্টায় সরানো হলো নির্বাচনী পোস্টার

6

কাজিরবাজার ডেস্ক :
মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচন উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় টাঙানো প্রার্থীদের পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর নির্দেশে পোস্টারগুলো সরিয়ে নেওয়া হয়। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পোস্টার সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটের প্রচারে প্রার্থীরা পৌর শহর, পাড়া-মহল্লা, ভোট কেন্দ্র এলাকায় পোস্টার, ব্যানার লাগান। এছাড়া বাসা-বাড়ির দেয়ালগুলোয়ও পোস্টার লাগানো হয়। ভোট গ্রহণ ও ফলাফলের মধ্য দিয়ে বড়লেখা পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হলেও শহরের আকাশ আড়াল করে ঝুলছিল নির্বাচনী পোস্টার। মেয়রের নির্দেশে বুধবার সকাল থেকে শহরের পানিধার এলাকা থেকে সেই পোস্টার সরানোর কাজ শুরু করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এরপর ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র, পাড়া-মহল্লা থেকে সকল প্রার্থীর নির্বাচনী ব্যানার, পোস্টার সরিয়ে ফেলা হয়। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বেশিরভাগ এলাকা পোস্টার মুক্ত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ, উত্তর চৌমুহনী, মধ্যেবাজার এলাকা পোস্টারমুক্ত দেখা গেছে।
এ বিষয়ে নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার লোকজনকে দিয়ে বুধবার ৭০-৮০ ভাগ এলাকার পোস্টার নামিয়ে ফেলেছি। কিছু এলাকায় (পাড়া-মহল্লায়) পৌরসভা বড় গাড়ি প্রবেশ করেনি। এগুলো ছোট গাড়ি দিয়ে বৃহস্পতিবারের মধ্যে সরানোর কাজ শেষ হবে।’