ইলিয়াছ হোসেন

3

নিঃশব্দে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস :

শূন্যাকাশে আনমনে খেলা করে একফালি সুখ
তাকে হাতের নাগালে পেতে সে এক রোমাঞ্চকর প্রচেষ্টা
সুখের ঘোরে একগুচ্ছ আশা ভর করে হৃদয়ের গভীরে
অতঃপর হিসেবের খাতায় লেখা হয় ব্যর্থতার গ্লানি,
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাসিতে মাতে নীরব কষ্ট
কষ্ট জানে সুখকে ধরার চেষ্টা অট্টহাসি ছাড়া আর কিছুই নয়।

জীবনে ক্ষণিকের তরে সুখের ছবি আঁকতে ব্যয় করা হয়
অফুরান সময়
এক সময় আত্মোপলব্ধি হয় সুখ ধরা দিবে না কোনদিন,
বিশ্বাসে চিড় ধরিয়ে সুখ চলে যায় ঘুমের দেশে
অতঃপর হৃদয় থেকে নিঃশব্দে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস।