সিলেটে আজ-কাল

73

ছড়া পরিষদ : ঐতিহ্যবাহী ছড়া সংগঠন ছড়া পরিষদের ৫শ তম পাক্ষিক ছড়াপাঠের আসর আজ। এ উপলক্ষে sylhet-division-mapতিন পর্বের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সংগঠক রফিকুল হক দাদুভাই। নগরীর পূর্ব জিন্দাবাজারের ফুড প্যালেসে আয়োজিত অনুষ্ঠানমালার প্রথম পর্বে বাংলা সাহিত্যে ছড়া ও ছড়া পরিষদ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। দ্বিতীয় পর্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তৃতীয় পর্বে অনুষ্ঠিত হবে ৫শ তম পাক্ষিক ছড়াপাঠের আসর। এ পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতিম-লীর সদস্য কবি আসলাম সানী।
তিন পর্বের অনুষ্ঠানমালায় লেখক-সাহিত্যিক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সকল সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ছড়া পরিষদের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল। বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি : উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, অগ্নিযুগের মহান বিপ্লবী, ’৭১ এর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা জননেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডল স্মরণে বাংলাদেশের কমিউনিস্ট পাটির্, সিলেট জেলা কমিটির উদ্যোগে আগামী ৭ অক্টোবর শনিবার বিকেল ৪টায় দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা মিলনায়তনে এক শোক সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ।
উক্ত শোক সভায় প্রয়াতের সকল গুণগ্রাহী সহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
সিলেট চেম্বার : সিলেট চেম্বার প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্প ও পর্যটন খাতের বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে। সম্প্রতি সিলেট চেম্বার সিলেটের সম্ভাবনাময় খাত সমূহ যেমন আইটি, ট্যুরিজম, শিক্ষা ও স্বাস্থ্য, সিরামিক, আগর-আতর, রাবার, টেক্সটাইল, পাথর ও ইট, মৎস্য ও পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, বেত শিল্প, কৃষিজাত শিল্প ইত্যাদি খাতের বিকাশের লক্ষ্যে এসব খাতের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে উদ্যোক্তাদের নিকট হতে খাতভিত্তিক তথ্য সংগ্রহের লক্ষ্যে আগামী ৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় চেম্বার কনফারেন্স হলে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সিলেট সদর উপজেলার চেয়ারম্যান জনাব আশফাক আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তথ্য সংগ্রহের সুবিধার্থে এসব খাতের সাথে জড়িত উদ্যোক্তা ও বিনিয়োগকারীদেরকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি