ছাতকে রামদা সহ নৌ চাঁদাবাজ আটক

9

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নদীতে চাঁদাবাজি করার সময় এক নৌ-চাঁদাবাজকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে পৌরশহরের ফকিরটিলা এলাকার সুরমা নদীর ঘাট থেকে রামদা সহ খলিল মিয়া (২৫)কে আটক করা হয়। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটক খলিল মিয়াকে শুক্রবার সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বালু বোঝাই একটি বল্কহেড শহরের ফকিরটিলা এলাকায় নদীর তীরে নোঙ্গর করে রাত্রী যাপনের জন্য। রাতে খলিল মিয়াসহ চাঁদাবাজরা ওই বল্কহেডে উঠে মোটা অংকের চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না পাওয়ায় চাঁদাবাজরা বল্কহেড শ্রমিকদের মারপিঠ করলে নদীর তীরে থাকা অন্যান্য নৌ-শ্রমিকদের মধ্যে হৈ-ছৈ পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দুটি রাম-দা সহ খলিল মিয়াকে আটক করলেও তার সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে ২টি রামদা সহ খলিলকে পুলিশে সৌপর্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী নোমান আহমদ বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। থানার ওসি মো.নাজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ-পথে সকল অবৈধ চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে।