রেজিস্ট্রি মাঠে বিএনপির অনশনে পুলিশের বাধা

19

স্টাফ রিপোর্টার :
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। বিএনপি নেতাদের দাবি, পুলিশের বাধার কারণে নির্ধারিত সময়ের আগেই তাদের কর্মসূচী শেষ করতে হয়। তবে পুলিশের দাবি, রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে নিরাপত্তারার স্বার্থে বিএনপি নেতাদের কর্মসূচী সংক্ষিপ্ত করার অনুরোধ করা হয়েছে। কোনো বাধা দেওয়া হয়নি। গতকাল বুধবার রেজিস্ট্রি মাঠে ৬ ঘণ্টার এ অনশন কর্মসূচি শেষ হয়ে যায় মাত্র ৩ ঘণ্টায়।
বিএনপি সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানার একদল পুলিশ এসে কর্মসূচি দ্রুত শেষ করতে বলে। এমতাবস্থায় নেতা-কর্মীরা কর্মসূচি সংক্ষিপ্ত করে স্থান ত্যাগ করেন।
সিটি মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশের বাধার কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা কর্মসূচী শেষ করতে বাধ্য হয়েছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেনের দাবি, বিএনপি নেতাদের অনুরোধ করে কর্মসূচী সংক্ষিপ্ত করানো হয়েছে।