বালুচরে ৯৩ লাখ টাকা ব্যয়ে ২টি পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন

50

সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের বাবুল মিয়ার চেয়ারম্যান এর বাড়ী হতে সোনার বাংলা রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন বাজার আল ইসলাহ কৃষি বিশ্ববিদ্যালয় সংযোগ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বাবুল মিয়ার চেয়ারম্যান এর বাড়ীর রাস্তায় ব্যয় হবে ৬৫ লাখ টাকা ও নতুন বাজার আল ইসলাহ কৃষি বিশ্ববিদ্যালয় সংযোগ রাস্তার কাজে ব্যয় হবে ২৮ লাখ টাকা।
১৮ মে বাদ জুম্মা রাস্তা ২ টির ফলক উন্মুচন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নকেই বেশি গুরুত্ব দেন। তিনি চান ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশের যোগাযোগ ব্যবস্থাকে হাতের মোঠয় আন্তে হবে। তাই সিলেটে অর্থমনন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। যেখানে রাস্তাঘাট নাই সেখানে রাস্তা করে দিচ্ছি। এক কথায় যেখানে যে উন্নয়ন প্রয়োজন তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহপরান থানার ওসি আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, সোনার বাংলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল হোসেন, মোতাওয়াল্লী হাজী ফেরদৌস আহমদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপু, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরেশ দাস, এলাকার মুরব্বী সাদ উদ্দিন, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন, রুহেল আহমদ, রুমান আহমদ, ইউপি সদস্য মোঃ কাছা মিয়া, রাজা মিয়া, শাহ আলম, সুহিন আহমদ চৌধুরী, ফয়সল আহমদ, মহিলা সদস্য শিরিন আক্তার ও সেলিনা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি