জগন্নাথপুরে খালে ময়লা ফেলে পানি দূষণের অভিযোগ

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি খালে ময়লা ফেলে পানি দূষনের অভিযোগ পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের অপাসাধু ও খাদিমগাঁও গ্রামের ভেতরে রত্না নদী নামে সরকারি একটি খাল রয়েছে। এ খালের পানির উপর নির্ভরশীল খাল পারের গরীব পরিবারের লোকজন। তবে গত ২ দিন আগে গ্রামের প্রভাবশালী ব্যক্তি রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলামের লোকজন পাইপ লাইন দিয়ে তাদের বাড়ির ল্যাট্রিনের ময়লা-আবর্জনা ফেলেন খালে। এতে খালের পানি দূষিত হওয়া নিয়ে গরীব মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় খাদিমগাঁও গ্রামের সমুজ মিয়া নামের এক ব্যক্তি রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও খালে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি অস্বীকার করেছেন রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম।