ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার দায়ে মাগুরা থেকে যুবক গ্রেফতার

6

স্টাফ রিপোর্টার :
ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার দায়েরকৃত মামলায় মাগুরা থেকে এক যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতার আসামীর নাম, মোঃ শফিকুল ইসলাম (২২)। সে মাগুরা জেলার রামদেবপুর গ্রামের আকবর মোল্লার পুত্র। এসএমপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মোঃ শফিকুল ইসলাম নিজের পরিচয় ও ছবি গোপন করে বিভিন্ন ভুয়া ফেইসবুক আইডি খুলে বাদীর সাথে চ্যাট করে বাদীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে মোবাইল এ্যাপস ব্যবহার করে বিভিন্ন নাম্বার থেকে বাদীর মোবাইল ফোনে কল দিয়ে টাকা দাবি করে এবং ৫০ হাজার টাকা না দিলে আসামীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেটে ছড়িয়ে দিবে মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ভিকটিম এ বিষয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত হবার পর এয়ারপোর্ট থানার মামলা নং -৫৯ তাং-২৩/১১/২০২০ ইং ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/২৫/২৬/৩৪ রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) খোকন দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাগুরা জেলার মহম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ নভেম্বর রাতে গ্রেফতার করেন। ধৃত আসামীর হেফাজত হতে একটি অপ্পো এ১২ মোবাইল এবং একটি আইটেল মোবাইল উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ধৃত আসামী মেয়েদের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা করতো। সে নিজের পরিচয় গোপন করে অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করে তা ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা দাবী করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।