হাকালুকি হাওর পরিদর্শনে ধ্রুবতারা সিলেট বিভাগের নেতৃবৃন্দ

45

গোলাপগঞ্জ উপজেলার মিরগঞ্জ বাজার হতে কুশিয়ারা নদী দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া হয়ে বাংলাদেশের সর্ব বৃহৎ হাকলুকি হাওর এর বিভিন্ন এলাকা শুক্রবার সকাল ১০টায় পরিদর্শন করেন ধ্র“বতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি টিম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সহ সভাপতি গোলাপগঞ্জ উপজেলার ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমদ, সহ সভাপতি ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত হিরা, সংগঠনের সাধারণ সম্পাদক বিভাগীয় যুবপদক প্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক মোঃ সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, গোলাপঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ বাদল, ইঞ্জিনিয়ার মামুন চৌধুরী, হরিপুর গ্যাস ফিল্ডের ম্যানেজার মতিউর রহমান চৌধুরী আদিল, নুরুজ্জামান, অধ্যাপক বশির আহমদ, গোলাপগঞ্জ উপজেলার একাউন্স অফিসার আব্দুল মোমিত চৌধুরী রিমু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক আব্দুর রফিক চৌধুরী, কানাইঘাট উপজেলা কৃষি ব্যাংক এর ম্যানেজার তাজুল ইসলাম, সিরাজ উদ্দীন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী রেদওয়ান উদ্দীন, খুরশেদ আলম  চৌধুরী রিপন, আব্দুল বাতিন চৌধুরী রফু, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন। বিজ্ঞপ্তি