গোপালটিলার ভূমিতে বহুতল দালান নির্মাণের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

25
নগরীর গোপালটিলার ভূমিতে বহুতল বিশিষ্ট দালান নির্মাণ বন্ধের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির হাতে স্মারকলিপি প্রদান করছেন গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ।

নগরীর গোপালটিলার ভূমিতে বহুতল দালান নির্মাণ করে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেট সোমবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডেপুটি পুলিশ কমিশনার বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসলাম উদ্দিনের হাতে স্মারকলিপি প্রদান করেন গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহবায়ক গোপিকা শ্যাম পুরকায়স্থ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর কমিটি সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর সভাপতি সুব্রত দে, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মলয় পুরকায়স্থ প্রমুখ।
নেতৃবৃন্দ গোপালটিলার ভূমিতে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে জোর পূর্বক বহুতল বিশিষ্ট দালান নির্মাণ কার্যক্রম বন্ধকরত এবং নির্মাণকৃত ভবনটি ভেঙ্গে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানান। বিজ্ঞপ্তি