রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বনকলাপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

9
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বনকলাপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন অনুষ্ঠানের অতিথিরা।

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এজন্য আতংক নয়, সচেতনতাই আমাদেরকে পরিত্রান দিতে পারবে। সেবামূলক সংগঠন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শনিবার নগরীর বনকালাপাড়া এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ কান্তি দাসের সভাপতিত্বে কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে আয়োজিত সাবান ও মার্স্ক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অধ্যাপক এম শফিকুর রহমান। তিনি সবাইকে জীবনের কল্যাণে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন রোটারী পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি ড. এম সহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি এম এ রহিম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আফসর উদ্দিন, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী ও রোটারিয়ান জুবায়ের আহমদ প্রমুখ। পরে টুকের বাজার এলাকার হায়দরপুর গ্রামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি