আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় ——————— মাহমুদ উস সামাদ এমপি

21
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জমিরুননেছা একাডেমি প্রাঙ্গণে ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৩তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করছেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের যেকোন দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা ও যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জান মালের যাতে ক্ষতি না হয় বিভিন্ন স্থানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফলে, মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করার ফলে শিক্ষার্থীদের ক্লাস রুমের অভাব দুর হওয়ার পাশাপাশি দুর্যোগের সময় মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জমিরুননেছা একাডেমি প্রাঙ্গণে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজন দেব নাথের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ৩নং ঘিলাছড়া ইউ,পি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাফায়াত ইসলাম, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কমরুদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রব চিনু, প্রধান শিক্ষক নুরুল ইসলাম আওয়ামীলীগ নেতা ইরন মিয়া, সাবেক মেম্বার মনা মিয়া, ইউ,পি মেম্বার আব্দুল মছব্বির, রাসেল আহমেদ ও ফখরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী মিনহাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেন প্রমুখ। বিজ্ঞপ্তি