নগরীতে ছিনতাই বন্ধের দাবিতে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের মানববন্ধন

9
নগরীতে চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে আম্বরখানা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট-এর উদ্যোগে ও আম্বরখানা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় সিলেট মহানগরীতে সর্বত্র প্রকাশ্যে চুরি, ছিনতাই, রাহাজানি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবিতে প্রশাসনের দৃষ্টি কামনায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল ২৫ জুলাই শনিবার দুপুরে আম্বরখানা পয়েন্টে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি এস এম আমজাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছু উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আম্বরখানা বাজার কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব চৌধুরী, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী আশিকুর রহমান আশিক ও মুজিবুর রহমান মালদার, দরবেশ আলী পীর, সেলিম আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিক মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সাবেক সভাপতি মাহবুবুল আলম মুহিত, সাবেক সভাপতি রাহেল আহমদ, আম্বরখানা বাজার কমিটির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ মোস্তাক, রাশেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, নান্টু চন্দ্র, শাহান আহমদ, আলা উদ্দিন, মোহাম্মদ আজাদ মিয়া, পরিষদের সহ-সভাপতি, আশরাফুর রহমান জুয়েল, নূরুল ইসলাম পাকি, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ অলিউর রহমান, প্রচার সম্পাদক আবু জাবের, আশরাফুল ইসলাম, সদস্য সুজন মিয়া, নাহিদ তালুকদার, সেলিম আহমদ, দেওয়ান খালিক মিয়া। বিজ্ঞপ্তি