কানাইঘাট উপজেলা আইন শৃংখলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির সভা

25

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা আইন শৃংখলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা মূলক তৎপরতা প্রতিরোধে থানা পুলিশ কে সক্রিয় থাকার পাশাপাশি দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে গরু মহিষ, আমদানী বন্ধ এবং সব ধরনের চোরা চালান কর্মকান্ড বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদারে উপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সীমান্তবর্তী দনা এলাকায় ভারত থেকে বৈধ পথে গবাদি পশু আমদানীর লক্ষ্যে একটি দরখাস্তের পরিপ্রেক্ষিতে করিডোর স্থাপনের উপর সভায় একমত পোষন করেন কমিটির সদস্যরা। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, বিগত মাসের উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমান আদালতে জরিমানা পরিসংখ্যান তোলে ধরেন। কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এ্সআই স্বপন চন্দ্র সরকার জানান উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত মাসে থানায় ৩৩টি মামলা এফআইআর করা হয়েছে। সভায় সদ্য সমাপ্ত উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা বর্ণাঢ্য আয়োজনে সফল করায় এবং নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার কানাইঘাটে যোগদান করার ১ বছর পূর্ণ হওয়ায় কমিটির সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা তার বক্তব্যে বলেন কানাইঘাটের সার্বিক আইন শৃংখলার উন্নয়ন, চোরা চালান প্রতিরোধ, নারী নির্যাতন সহ বাল্যবিবাহ বন্ধ, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স গ্রহণের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আইন শৃংখলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যার ডাক্তার ফয়েজ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ সুরইঘাট, লোভাছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া একই দিনে নাশকতা প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, এনজিও ব্যাংকগুলোর মাসিক সভা অনুষ্ঠিত হয়।