কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ হারিছের অপসারণ চেয়ে অভিযোগ দায়ের

8

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছের বিভিন্ন স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরে তার অপসারণের দাবিতে স্থানীয় এলাকাবাসী সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন প্রতিকার পাচ্ছেন না জানিয়েছেন। দ্রুত অভিযোগের তদন্ত না হলে ভুক্তভোগীরা এলাকায় মানববন্ধন সহ যে কোন ধরনের কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে ডাঃ আবুল হারিছের বিরুদ্ধে দায়েরকৃত দরখাস্তকারীরা জানান।
অভিযোগে জানা যায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছের বাড়ী হাসপাতাল সংলগ্ন ডালাইচর গ্রামে। দীর্ঘ ১১ বছর ধরে তিনি হাসপাতালে কর্মরত থেকে চিকিৎসা সেবাকে ব্যবসায় পরিণত করে তার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে নানা ভাবে হয়রানী করে আসছেন। হাসপাতালের পাশে বাড়ী থাকার কারণে কেউ তার অপকর্মের প্রতিবাদ করার সাহস না পাওয়ায় কারণে তার দৌরাত্ম্যপনা চরম আকার ধারণ করছে। হাসপাতালের প্রধান ফটকের বিপরীতে ডাঃ আবুল হারিছের পরিবারের সদস্যদের ফার্মেসী ও ডায়গনষ্টিক সেন্টারের ব্যবসা রয়েছে। সেখানে তার ব্যক্তিগত ডায়গনষ্টিক সেন্টারে রোগীদের অহেতুক নানা রকম পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করানো সহ নানা ধরনের হয়রানী করে থাকেন। ডাঃ আবুল হারিছ স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে হাসপাতালে টিএইচও হিসাবে যোগদানকারী কোন কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। হাসপাতালের ভিতরে কিছু অসৎ কর্মচারীকে হাতে নিয়ে ডাঃ আবুল হারিছ পুরো হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে নানা রকম অনিয়ম দুর্নীতি এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলা করে যাচ্ছেন। তার এসব অপকর্মের কারণে হাসপাতাল থেকে তাকে অন্যত্র বদলী সহ তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উল্লেখিত অভিযোগ সহ নানা বিষয় তুলে ধরে এলাকাবাসীর পক্ষে জগদীস রঞ্জন চৌধুরী, হারিছ উদ্দিন, সেলিম মিয়া সহ ৩০ জনের স্বাক্ষর সম্বলিত একখানা অভিযোগ গত ২৮/১০/২০২০ইং তারিখে মহা পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বরাবরে দায়ের করেন। এছাড়া পৃথক ভাবে সচিব, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকা, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বিভাগ সিলেট ও সিভিল সার্জন সিলেট এর বরাবরে দায়ের করার পরও ডাঃ আবুল হারিছের বিরুদ্ধে অদ্যবধি পর্যন্ত কোন দরখাস্তের তদন্ত না হওয়ার কারণে তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে অন্যত্র বদলী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন। তবে এ ব্যাপারে ডাঃ আবুল হারিছের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলি সত্য নয় বলে জানান।