কাজির বাজার ডেস্ক
আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে জনসমাগমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এ উপলক্ষে মহানগর, জেলা, উপজেলাসহ সবপর্যায়ের কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করবে। নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।
সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরও গতিশীল করতে দ্রæততার সঙ্গে সম্মেলনের আয়োজন করবে জাতীয় পার্টি।