পুলিশী হেফাজতে মৃত্যুবরণকারী রায়হানের পরিবারের পাশে সিলেট মহানগর জামায়াত

14
সিলেটে পুলিশী হেফাজতে মৃত্যুবরণকারী রায়হান আহমেদ এর পরিবারকে সমাবেদনা জানাচ্ছেন মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ জামায়াত নেতৃবৃন্দ।

এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী হেফাজতে মৃত্যুবরণকারী তরুণ রায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার বিকেলে নগরীর আখালিয়া এলাকায় নিহত তরুণ রায়হান আহমদের বাসায় গিয়ে তাঁর মা-বাবা সহ পরিবার পরিজনকে সান্ত্বনা দেন তারা। এ সময় নগর জামায়াত নেতৃবৃন্দ মরহুম রায়হানের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর জালালাবাদ থানা আমীর মুফতী আলী হায়দার, থানা সহকারী সেক্রেটারী এডভোকেট আজিম উদ্দিন, জামায়াত নেতা সমাজসেবী ফয়জুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহাজালাল বিশ^বিদ্যালয় শাখা সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি রেজাউল করিম, যুবনেতা ফাহিম আহমদ, ইসলামী ছাত্রশিবির জালালাবাদ থানা সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, পুলিশী হেফাজতে যুবকের মৃত্যু কোন অবস্থাতেই কাম্য হতে পারেনা। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে নিরপরাধ রায়হানের মৃত্যু আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। এই সরকারের হাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। আইনের শাসন নেই। আমরা এমন নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। নিহত রায়হানের ন্যায় বিচার চাই। পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি