গোয়াইনঘাট কলেজে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, একাডেমিক ভবনে ভাংচুর

35

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট ডিগ্রী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের দু’গ্র“পে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ঘটনাটি ঘটে। এ ঘটনার জের ধরে ছাত্র দলের নেতা-কর্মীরা একাডেমিক ভবন ভাংচুর করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রদলের দুই গ্র“পে সংঘর্ষের এক পর্যায়ে আধঘণ্টাব্যাপী তান্ডব চালিয়ে কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবনের ১ম, ২য় ও তয় তলায় জানালার কাচ ভাংচুর করে। এ সময় কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের আতঙ্কগ্রস্ত হয়ে দিক বেদিক ছুটাছুটি করতে দেখা যায়। এ ঘটনায় কলেজের ভাইস প্রিন্সিপাল তপন কৃষ্ণ দেব বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৩০-৩৫ জন আসামী করে রবিবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন ( মামলা নং-১৩,তারিখ-০৯-১১-২০১৪)। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেন থানার পুলিশ। আটককৃত ছাত্ররা হলেন শফিকুল আলম মুন্না ও নাদেল হোসেন নাদের। এ ঘটনায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাই।