কুরআন অবমাননার প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন আজ

10

সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ, ডেনমার্কে কোরআনের পাতা ছিঁড়ে ফেলে অবমাননা ও ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদোতে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র পুন:প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার এক যৌথ সভায় নেতৃবৃন্দ বলেন, মুসলমানদের পবিত্র কুরআন ও মহানবী (স.) এর অবমাননা বিশ্বের মুসলমানরা বরদাশত করবে না। কুরআন অবমাননাকারী ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং আন্তর্জাতিক আইনে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
সভায় আজ শুক্রবার বাদ আসর সিলেট কোর্ট পয়েন্টে কুরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন করার সিদ্ধান্ত হয়। মানববন্ধনে সিলেটের কুরআন প্রেমিক সর্বস্তরের তৌহিদি জনতাকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় যৌথসভায় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা শাখার সহসাধারণ সম্পাদক কাজী জুনাইদ আহমদ, ডা. মুস্তফা আহমদ আজাদ, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মুহা. আব্দুল গফফার, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম রব্বানী, অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর নির্বাহী সদস্য হাফিজ সিরাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি