নারী সমাজের উন্নয়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই -ডিডি শাহিনা আক্তার

6

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা ( জেছিস) কর্তৃক বাস্তবায়িত সমন্বিত ক্ষুদ্র নারী উদ্যোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩১ আগষ্ট সোমবার বিকেলে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) সিলেটস্থ প্রধান কার্যালয়ে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে ২০ জন নারী উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী সমাজের উন্নয়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করে তুলতে পারলে দেশ উপকৃত হবে। নারীদের প্রতি বৈষম্য দূর করতে এ ধরনের কর্মসূচী বেশি করে গ্রহণ করতে হবে। সরকার নারীদের কল্যাণে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদেরকে এসব কর্মসূচী কাজে লাগিয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান তিনি। জেছিসের সময়োপযোগী এ কর্মসূচির জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনিন আক্তার কনা ও সাংবাদিক খালেদ আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেছিস এর পরিচালক প্রোগ্রাম মো: ফারুক আহম্মদ ও নাহরিন সুলতানা পরিচালক প্রশাসন ও অর্থ। এছাড়া জেছিস এর মাঠ পর্যায়ের কর্মকর্তা মুমিন আহমদ ও নাঈম হোসেন সুমন, জুয়েল হোসেন মানিক প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি