দোয়েল ছানা

47

আনোয়ার আল ফারুক

মা পাখিটা নাড়ছে কড়া
দোয়েল ছানার দোরে,
ছানা বলে নেই’যে পড়া
উঠবো কেন ভোরে?

মা বলেছে শোনো আমার
খুব আদুরে ছানা,
রোজবিহানে খাবার খোঁজে
মেলবে দুটো ডানা।

অলস হয়ে থাকলে বসে
কাটবে সময় দুখে,
কেউ তুলে দিবে না’যে
আহার তোমার মুখে।

লড়াই করে বাঁচতে হবে
চলতে হবে দেখে,
মা পাখিটা আলতো ঠোঁটে
দেয় চুমু দেয় এঁকে।

মায়ের কথায় দোয়েল ছানার
হুঁশটা যখন ফিরে,
পণ করেছে থাকবে না আর
বসে আপন নীড়ে।।

ওড়বে ছানা আকাশজুড়ে
করবে আহার খোঁজ,
অমন করে কাটবে সুখে
দোয়েল ছানার রোজ।