উইন্ডিজ-অজিদের সিরিজ বাতিল হওয়ায় আইপিএলের লাভ

2

স্পোর্টস ডেস্ক :
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল আরও একটি দ্বি-পাক্ষিক সিরিজ। অক্টোবরে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এমনটা জানানো হয়। এর ফলে অজি ও উইন্ডিজ ক্রিকেটারের পুরো আইপিএল খেলতে বাধা রইল না।
ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অক্টোবরে তিন ম্যাচের টি-২০ সিরিজ স্থগিত রাখতে সম্মত হয়েছে। চলতি বছরের অক্টোবরে খেলার কথা ছিল এই সিরিজ। টাউন্সভিল, কেয়ার্নস ও গোল্ড কোস্টে ম্যাচগুলো হওয়ার কথা ছিল যথাক্রমে অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখে। এই ম্যাচগুলি আইসিসি টি-২০ বিশ্বকাপের অনুশীলন হিসাবে খেলার কথা ছিল দু’দেশের মধ্যে। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ও শক্তি পরীক্ষার জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।
কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে এই গত মাসেই টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। ফলে বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ স্থগিত রাখতে খুব বেশি ভাবতে হয়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। ২০২১ বা ২০২২ সালে যখন টি-২০ বিশ্বকাপ হবে, তার আগে এই সিরিজ হবে বলে জানানো হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এদিন এক টুইট বার্তায় জানানো হয়, ‘উইন্ডিজক্রিকেটের সঙ্গে আমরা একত্রে কুইন্সল্যান্ডে মূলত নির্ধারিত টি-২০ সিরিজ পিছিয়ে দিতে রাজি হয়েছি। আইসিসি টি-২০ বিশ্বকাপের অনুশীলন হিসাবে কাজ করা এই সিরিজটি এখন ২০২১ বা ২০২২ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় পুনরায় নির্ধারিত টি-২০ বিশ্বকাপের সঙ্গে মিলবে।’
তিন ম্যাচের টি-২০ সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আইপিএল খেলায় আর কোনও সমস্যা নেই। কোনও ভাবেই আর বিঘ্নিত হবে না আইপিএল। অর্থাৎ এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে দু’দেশের ক্রিকেটারদের আইপিএল-এর মাঝপথে ফ্র্যাঞ্চাইজি দল ছেড়ে দেশে ফেরার সম্ভাবনা থাকছে না। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলি কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটারদের সার্ভিস মিস করবে না। ২০২০ আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ১০ নভেম্বর।