বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা অবিলম্বে বন্ধ করুন ——গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

9

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি গণমাধ্যমে আসা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সংবাদে গভীর উৎকন্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশী হারে নির্ধারিত করতে যাচ্ছে সরকার। গ্যাসের পর এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা জনগণের ‘মরার উপর খাড়ার ঘা’ এর মত অবস্থা হবে। এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। আর অন্যদিকে দুর্নীতিবাজ চক্র তাদের জিন্দেগীকে আলিশান থেকে আরো আলিশান করার মগ্নে লিপ্ত। দুর্নীতি ও অনিয়ম বন্ধ না করে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির পাঁয়তারা হবে জনগণের কাছে অগ্রহণযোগ্য। গণমত ও গণশুনানী উপেক্ষা করে বার বার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি আল্লাহর ওয়াস্তে বন্ধ করুন। আফসোস গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যসহ জনগণের ন্যায্য দাবীর জন্য রাজপথে বড় বড় রাজনৈতিক দলের কার্যকর কর্মসূচি নেই। অথচ দলীয় ইজম নেত্রীর মুক্তি ও ক্ষমতায় যাওয়ার জন্য ঢাকার রাজপথে গাড়ী ভাংচুর সহ এ্যাকশন কর্মসূচি দেখা যায়। দেশবাসী হুঁশিয়ার, সাধু সাবধান। নেতৃবৃন্দ বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা অবিলম্বে বন্ধের দাবী জানিয়ে বলেন, লক্ষ লক্ষ গ্যাস বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধই একমাত্র এই মূল্য বৃদ্ধি থেকে সরকার সরে আসতে পারেন। এই জন্য গণমাধ্যমের সম্মানিত বিবেকবান সাংবাদিকবৃন্দ তাদের লেখনির মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদের ঝড় তোলার জন্য দেশবাসীর প্রতি আকুল আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি