উইলিয়ামসনদের সুরক্ষার দায়িত্ব নেবে না কিউই বোর্ড

6

স্পোর্টস ডেস্ক :
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সর্বাগ্রে। তাইতো এই আসরে অংশ নিতে মুখিয়ে থাকেন বিশ্বের বাঘাবাঘা সব ক্রিকেটাররা। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে। এবারের আসরে অংশ নিতে নিজেদের বোর্ড থেকে অনুমতি মিলেছে কেন উইলিয়ামসনসহ আরো ৫ কিউই ক্রিকেটারের। তবে বোর্ড থেকে তাদের সুরক্ষার দায়িত্ব নেওয়া হবে না বলে জানিয়েছেন কিউই বোর্ডের মুখপাত্র রিচার্ড বুক।
করোনার মহামারী এখনও কমেনি বরং বাড়ছে দিন দিন। এর ভেতরই শুরু হতে যাচ্ছে আইপিএল। যেখানে খেলার জন্য মুখিয়ে আছেন বড় বড় তারকা ক্রিকেটাররা।
এবারের আসরে খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের ৬ ক্রিকেটারের। কেইন উইলিয়ামসন খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, অলরাউন্ডার জিমি নিশাম কিংস ইলেভেন পাঞ্জাব, পেসার লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্স, মিচেল ম্যাকক্লেনাগান ও ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্স এবং স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে।
তাদের আইপিএলে খেলার অনুমতি নিয়ে কিউই ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক ভারতীয় গণমাধ্যম পিটিআই-কে নানান, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএল খেলতে অনুমতি দেবে তবে তাদের সুরক্ষার দায়িত্ব নেয়া হবে না। যারা খেলবে তাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।