ছাতকে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান

46

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজু আহম্মেদ নামের এক ভুয়া ডাক্তারকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা Chhatak- 26হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ভুয়া ডাক্তার রাজু আহম্মেদকে এ দন্ডাদেশ প্রদান করেন। সে নাটোর জেলার সিংড়া উপজেলার পাড় সিংড়া গ্রামের দবির উদ্দিন শেখের পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক, গোবিন্দগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় রোগীদের অপচিকিৎসা দিয়ে আসছে ভুয়া ডাক্তার রাজু আহম্মেদ। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের রইছ উদ্দিনের ভাতিজি মিমকে চিকিৎসা দিতে আসা ডাক্তারকে সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ডাক্তার হিসেবে তার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ভুয়া ডাক্তার রাজু আহম্মেদকে  ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে থানার এসআই অরুন ভুয়া ডাক্তার রাজু আহম্মেদকে থানায় নিয়ে যান।