কেন্দ্রীয় জামে মসজিদে ক্যাপ ফাউন্ডেশনের জীবাণু নাশক টানেলের উদ্বোধন

15
কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন) এর উদ্যোগে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জীবাণু নাশক (ডিস-ইনফেকশন) টানেল স্থাপন শেষে ভিডিও কনফারেন্সে মোনাজাত করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জীবাণু নাশক (ডিস-ইনফেকশন) টানেল স্থাপন করেছে কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন)।
শুক্রবার (১০ জুলাই) বাদ জুম্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ডিস-ইন ফেকশন টানেলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এসময় ড. এ. কে. আব্দুল মোমেন ক্যাপ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে মোনাজাত পরিচালনা করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবু হুরায়রা নোমান।
পরে মসজিদ কর্তৃপক্ষের কাছে টানেলগুলো তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংগঠন এগিয়ে এসেছে তাদের মধ্যে কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন) অন্যতম। ক্যাপ ফাউন্ডেশন চলমান এই সংকটকালীন সময়ের শুরু থেকে মাস্ক, পিপিই সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে যা সত্যিই একটি সময় উপযোগী উদ্যোগ। আমি আমার পক্ষ থেকে তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ক্যাপ ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ব্যারিষ্টার মঈনুল ইসলাম, প্রোজেক্ট কো-অর্ডিনেটর, মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ নাজমুল হোসেন, সদস্য, মো. রেজা চৌধুরী, আনোয়ার হোসেন, ডাক্তার হেলাল আহমদ, আব্দুল করিম। বিজ্ঞপ্তি