ছবি কবিতা

7

মোছাঃ রেজিনা আক্তার

কবি নই যে, লিখবো কবিতা
কিন্তু আঁকতে পারি, তোমার ছবিটা।
শিল্পী নই, তবু আছে শিল্পীর মতো মন,
জানিনা আমি তোমার ছবিটা
এঁকে ফেলেছি কখন।

গ্রীষ্মতে দাও প্রখর রৌদ্র,
বর্ষায় দাও পানি,
ফসলের মাঠ সুন্দর করো
আমরা সবাই জানি।
শরতে আসো তুলো মেঘ নিয়ে
নদীর তীর ভরে কাশে,
হেমন্তে আনো নতুন ধান
তাই কৃষকের মন হাসে।
শীতকালে ঘাসে শিশির পড়ে
আর বসন্তে কোকিল গায়,
বুঝতে পারিনি আমার আঁকা ছবিটি
কখনো রূপ নিয়েছে কবিতায়।