বৈশাখী ঝড়

23

কাঞ্চন দাশ

হন হনিয়ে বাতাস বহে
এখনি এলো ঝড়ূ
ঘরের চালা উড়বে বুঝি
খুঠি নড়োরর।

নদীর পানির উতলে উঠা
দু-পাড়েতে ঢেউূ
ভাঙছে কূল ভাঙছে ঘর
দেখবে কি এবার কেউ?

ঐ সে বৈশাখ এলো ফিরে
এবার কি যে হয়,
মণ ভাঙা এই মনের ভিতর
সব সময়ে ভয়।

গাছ পড়েছে চালার উপর
বিলে-ঝিলে পানিূ
কাপড় চোপর সবকিছু নিয়ে
হয়যে টানাটানি।

বৈশাখ এলে কতো জনে
কতো কিসের ধুমূ
কারও মনে খুশির মেলা
কারও হয়না ঘুম।