ধোনির বাদ পড়ার কারণ ফাঁস

6

স্পোর্টস ডেস্ক :
করোনার জন্য আইপিএলের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে। তেমনই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারও অনিশ্চয়তার মুখে পড়েছে। গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে শেষ ম্যাচ খেলেছিলেন। তারপর থেকেই ক্রিকেটের বাইরে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। প্রথমে ক্রিকেট থেকে সাময়িক বিরতি েিয়ছিলেন তিনি। তারপর বছর পেরিয়ে গেলেও আর দলে ফেরা হয়নি ধোনির। কিন্তু এরকম বিশ্বমানের তারকা কীভাবে বাদ পড়লেন? এতদিন বাদে সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেসময়ের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।
ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে সাবেক নির্বাচক প্রধান বলছেন, ‘আমি নিজেও ধোনির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় ছিলাম। তার মূলত দুটি কারণ। প্রথমত আমিও ফের ধোনির সেরা সময়ের ঝলক দেখতে চেয়েছিলাম। দ্বিতীয়ত, আমি চাইছিলাম ধোনি অন্তত কিছুদিনের জন্য লোকেশ রাহুলকে পরামর্শ দিক কিপিং নিয়ে।’
ধোনির বাদ যাওয়া প্রসঙ্গে প্রসাদ বলছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। ধোনির সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রথমে ও নিজেই খেলতে চায়নি কিছুদিনের জন্য। তো আমরা এগিয়ে এলাম। রিশাব পান্তকে সুযোগ দিলাম। তখন থেকে ওকেই সুযোগ দেওয়া হচ্ছে।’
প্রসাদের কথায় স্পষ্ট, ভবিষ্যতের কথা ভেবে পান্তকে সুযোগ দিতে গিয়েই ধোনিকে আড়াল করে দেওয়া হয়েছে। সাবেক নির্বাচক প্রধান মনে করছেন, লোকেশ রাহুল এখন দুর্দান্ত পারফর্ম করছেন। আর আইপিএল বাতিল হয়ে যাওয়ায় ধোনির পুরনো ফর্মও আর দেখা যায়নি। এই পরিস্থিতিতে ধোনির পক্ষে কামব্যাক করা কঠিন।