শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে – সুনামগঞ্জের জেলা প্রশাসক

25

সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেছেন, আমাদের সমাজের সিংহভাগ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে সমাজের সর্ব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
ট্রাষ্টের প্রতিষ্ঠাতা আতাউর রহমান আনছারের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে ছাতকে আতাউর রহমান ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজির হোসেন লাহিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আরজক আলী, ফজর উদ্দিন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র, শাবি ছাত্রলীগ নেতা তায়েফ হোসাইন, যুবলীগ নেতা রহিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি